পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার মাঠপাড়া থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন মাহমুদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।  গ্রেফতারকৃত আসামী পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে এসসি-২১৪/২০২১,সিআর-৪০৪/২০২০(সাজা) ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ মামলায় বিজ্ঞ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মাহমুদ শালগাড়িয়া মাঠপাড়া এলাকায় অবস্থান করছে।
র‌্যাব পাবনা ক্যাম্পের একটি টিম স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত মামলায় আদালতের রায়ে ১১,০০,০০০/- টাকা জরিমানা এবং ০১ বছরের কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মাহমুদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রিপন মাহমুদকে বুধবার পাবনা সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। পুলিশ তাকে কারাগারে প্রেরণ করবে বলে জানিয়েছে র‌্যাব।

Recommended For You