
গাইবান্ধার সাঘাটায় সোহেল রানা নামে এক যুবককে মারধর করে স্ত্রীসহ তার বাড়ির নগদ অর্থ ও অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দাঁদন ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে শহরের গোডাউনরোড সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সোহেল রানা।
লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, আমার স্ত্রী সুমা বেগমের সাথে ১ বছর পূর্বে পারিবারিক ভাবে উভয় পরিবারের সম্মতে আমাদের বিবাহ হয়। বিবাহর পর থেকেই আমার স্ত্রীকে নিয়ে আমি শশুর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে বসবাস করে আসছিলাম। ঘটনার দিন গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখ রাত সাড়ে দশটার দিকে ভ্যাপসা গরম এর কারনে আমি বাড়ির পার্শ্বে রাস্তায় হাটা চলা করিতে যাই।
এ সময় পূর্বে হইতে ওঁৎ পেতে থাকা লিটন মিয়া আমার ঘরে প্রবেশ করে। আমি হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করলে লিটনকে দেখতে পাই। এ সময় সে আমাকে এলোপাতাড়ি মারধর করে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা করে। এক পর্যায়ে আমাকে বেঁধে রেখে আমার স্ত্রী সহ নগদ আড়াই লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর লিখিত আকারে সাঘাটা থানায় অভিযোগ দেয়া হলেও এ বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। তাই ভুক্তভোগী সোহেল রানা সাংবাদিকদের মাধ্যমে এই ঘটনার প্রতিকার দাবি করেন।