এবার চ্যাট আরো সহজ করতে নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। ফলে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে।
এজন্য ফেভারিটস নামের একটি ফিল্টার অপশন থাকবে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে। সংস্থাটি জানায়, পছন্দের কারো চ্যাট সহজে খুঁজে পেতে চ্যাট ফিল্টারে ফেভারিটস নামে একটি ট্যাব যুক্ত হবে, যেখানে ব্যবহারকারী পছন্দের চ্যাট পিন করে রাখার পাশাপাশি সহজেই সেটা খুঁজে পাবেন। ফিচারটি উন্নয়নে এখনো কাজ চলমান।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
এদিকে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ডব্লিউএ বেটা ইনফো। এতে দেখা যায়, হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যাচ্ছে। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশন রয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে অপছন্দের কারও পোস্ট দেখতে না চাইলে যা করবেন
সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে যোগ করা যাবে। ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও সংযোজন করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে পারবেন।