শ্যামনগরে রিমালে মৎস্য সম্পদের ক্ষতি ৮ কোটি টাকার উর্দ্ধে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্নিঝড় রিমালে মৎস্য সম্পদের ক্ষয় ক্ষতি ৮ কোটি ৮৪ লক্ষ টাকা। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার সুত্রে প্রকাশ রিমালে ক্ষতিগ্রস্থ চিংড়ী ঘেরের সংখ্যা হল ৩ হাজার ৯ শতটি।যার আয়তন ৩ হাজার ৮ শত পঞ্চাশ হেক্টর।

ক্ষতিগ্রস্থ কাঁকড়া খামারের সংখ্যা ২ শতটি। এর আয়তন ৩৬ হেক্টর। ক্ষতিগ্রস্থ চিংড়ীর পরিমান ৬৬ মেট্রিক টন। পোনা ক্ষতিগ্রস্থ ১ লক্ষ ৭৫ হাজার। চিংড়ীর ক্ষয়ক্ষতি টাকায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। এ ছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমান ৪ লক্ষ টাকা। চিংড়ীর পোনা সহ অন্যান্য ক্ষয়ক্ষতি সব মিলিয়ে ৮ কোটি ৮৪ লক্ষ টাকা।

ঘূর্নিঝড় রিমালে বৃষ্টি জনিত কারণে জলাবদ্ধতায় চিংড়ী ঘের গুলি পানিতে তলিয়ে যাওয়ার কারণে চিংড়ী মাছ ও মাছের পোনা নষ্ট হয়ে যায়।

উপজেলায় সর্ব মোট চিংড়ী ঘেরের সংখ্যা ১৬ হাজার ৫৩৮টি। চিংড়ী চাষের আয়তন ১৭ হাজার ৬শত ১৭ হেক্টর। কাঁকড়া ঘেরের সংখ্যা ১ হাজার ১শত ১০টি। কাঁকড়া চাষের আয়তন ১শত ৮২ হেক্টর।

বুুড়িগোয়ালিনী ইউপির ঘের মালিক মিজানুর রহমান বলেন ছোট চিংড়ী ঘের ঘূর্নিঝড় রিমালে ব্যাপক বৃষ্টি জনিত কারণে ডুবে যায় এর ফলে মাছ অন্য দিকে চলে যায় আবার কিছু মাছ মারাও যায়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন বর্তমানে অনেকে চিংড়ী ঘের প্রসেস করছেন ফলে রিমালে ক্ষতির পরিমান কম রয়েছে।

 

শেয়ার করুন:

Recommended For You