নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন রিফাত মাহবুব

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন রিফাত মাহবুব

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নেপাল – বাংলাদেশ ফ্রেন্ডশিপ -২০২৪ অ্যাওয়ার্ড সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নিজের কাজের স্বীকৃতি সরূপ সেরা লেখকের সম্মাননা পান রিফাত মাহবুব সাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিত বাহাদুর তামং (মিনিস্টার অফ কালচার,টুরিজম এন্ড সিভিল এভিয়েশন অফ নেপাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণ লামসাল ( লেবার ইমপয়লমেন্ট এন্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, বাগমাতি প্রভিন্স অফ নেপাল।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

লেখক হিসেবে তার সুনাম ও স্বীকৃতি রয়েছে। ২০২৪ এর অমর একুশে বইমেলায় তার তিনটি বই “নেভিগেটিং দা বিজনেস ওয়ার্ল্ড : এ রোডম্যাপ টু লং টার্ম সাসটেইনেবিলিটি”, ” ইকোনমিক ডেভেলপমেন্ট টু এলিভিয়েট প্রোভার্টি “, “দ্য আর্ট অফ গ্লোবাল ফাইন্যান্স: স্ট্র্যাটেজিস ফর মানি মার্কেট কন্ট্রোল” প্রকাশ পায়। যা পাঠকমহলে বেশ সাড়া ফেলে এবং তার অভিজ্ঞতা ভিত্তিক এই বইগুলো পাঠকেরা সাদরে গ্রহণ করেন। লেখক ও পরিচালক হিসেবে নেপাল, বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি তার নিষ্ঠা ও কাজের প্রতি ভালোবাসারই স্বীকৃতি হিসেবে কাজ করছে।

শেয়ার করুন:

Recommended For You