‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে ফেনী পৌরসভার ২৫ হাজার ৭৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার (১ জুন) সকালে পৌরসভা কার্যালয়ে এর উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় উপস্থিত ছিলেন,ফেনী পৌরসভার আবাসিক কর্মকর্তা কৃষ্ণপদ সাহাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
ফেনী পৌরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পৌরসভায় ৫৯টি কেন্দ্র ২৫ হাজার ৭৯১জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরমধ্যে ৬ মাস বয়স থেকে ১ বছরের ৩ হাজার ৮৮১জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১ বছর বয়স থেকে ৫ বছর বয়সী ২১ হাজার ৭৯০ জন শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এ কার্যক্রম শুরু হয় সকাল ৮টায় চলে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া পৌরসভার ১৮ টি ওয়ার্ডের স্থায়ী ক্যাম্পের পাশাপাশি ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, ফেনী রেলওয়ে স্টেশন, মহিপাল বাস স্ট্যান্ড, সোনাগাজী বাস স্ট্যান্ড, ছাগলনাইয়া বাস স্ট্যান্ড, কুমিল্লা বাস স্ট্যান্ডে ভ্রাম্যমান কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাতায়াতকারী শিশুদের এসব ভ্রাম্যমাণ ক্যাম্প থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।