দীর্ঘ অপেক্ষার পর খুলনা-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (১ জুন) বেনাপোল থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল চালু হয়েছে।

সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে কমিউটার ট্রেনটি ৭ টি বগি নিয়ে ছেড়ে আসে। মোংলা থেকে বেনাপোল পর্যন্ত স্টেশন রয়েছে বেনাপোল, নাভারন,ঝিকরগাছা, যশোর জং, রুপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নোয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠী বাজার, ভাগা, দিগরাজ ও মোংলা।

কমিউটার ট্রেনটি মোংলা স্টেশনে দুপুর ২ টায় এসে পৌঁছায়। এরপর দুপুর ৩টার দিকে মোংলা থেকে ৩৬১ জন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। ট্রেনটি মোংলা থেকে ছেড়ে খুলনা ফুলতলা হয়ে যশোর বেনাপোলে যাবে বলে জানিয়েছেন মোংলা স্টেশন মাস্টার এস এম মনির আহম্মেদ।

শেয়ার করুন:

Recommended For You