জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাবাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারী উকিল মিয়াসহ অভিযুক্ত ৩ ব্যাক্তিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণসমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জিন্নাবাজারে বিপুল সংখ্যক জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্যোগে উপরোক্ত কর্মসুচী পালিত হয়।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাবাজারে ২৩ মে রাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে জিন্নাবাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়। ঘটনার পর পার্শবর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ ও এলাকার লোকজন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ২৪ মে ব্যবসায়ী সোহেল মিয়া বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যাক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় চড়িয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে উকিল মিয়া (২৬), তার বাবা মজিবুর রহমান (৬৫), রেজাউলের ছেলে শফিক মিয়া (৪০) ও কাগমারীপাড়া গ্রামের ভুলু শেখের ছেলে শেখ জামাল (৬৫)। কিন্তু অভিযোগ মামলা হিসেবে গণ্য হয়নি। কোন অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতারও হয়নি।
বিক্ষোভকারীরা ঘটনার সাথে জড়িত মূল নায়ক উকিল মিয়াসহ অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সামনের গণসমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী মুরাদুজ্জামান মুরাদ, ডা. লিয়াকত হোসেন ও ব্যবসায়ী আব্দুল্লাহ।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, বিষয়টির আইনগত প্রক্রিয়া চলমান। অভিযুক্ত ব্যাক্তিরা পলাতক। অভিযুক্তদের সন্ধ্যান পেলেই পুলিশ তাদের আটক করবে।