কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থসহ ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মে) বেলা ১১টায় দৌলতপুর উপজেল পরিষদ মিলনায়তনে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমাজ সেব কর্মকর্তা মো. তৌফিকুর রহমান ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৯টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা এক বান্ডিল করে ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার করে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।