ইবিতে কালার ফেস্ট অনুষ্ঠিত

ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্ভুক্ত ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘কম্পিলিশন অব বিবিএ অ্যান্ড কালার ফেস্ট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১১টায় বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জানা যায়, অনুষ্ঠানটি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট বিতরণের মাধ্যমে শুরু হয়। পরে একে একে টি-শার্ট পরিধান ও ব্যবসায় প্রশাসন ভবনের ফটকে আবির মেখে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। পরে বেলা ১২ টায় শিক্ষার্থীরা ব্যবসায় অনুষদের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করে জিমনেসিয়াম চত্বর, টিএসসিসি, বিশ্ববিদ্যালয় মেইন গেট প্রদক্ষিণ করে ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবন হয়ে কেন্দ্রীয় লাইব্রেরী সংলগ্ন রাস্তা ধরে চিকিৎসা কেন্দ্র হয়ে আবারো উক্ত অনুষদের প্রধান ফটকে এসে শোভাযাত্রা শেষ হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন    

বিদায়ী শিক্ষার্থী শিরিনা আক্তার স্বর্ণা বলেন, ‘শুরুতে আমরা যখন প্রথম বর্ষে ক্যাম্পাসে আসি তখন সবাই ছিল অপরিচিত। কেউ কারো সাথে তেমন মিশতে পারতাম না, আড্ডা দেওয়া হতো না। তবে আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়েছি আমাদের দীর্ঘ অনার্স লাইফের এই জার্নিতে কতশত রঙ্গিন স্মৃতি জমেছে। বন্ধুদের সাথে কত খুনসুটি,চায়ের আড্ডা,গ্রুপ স্টাডি  করেছি। তবে আজ থেকে সেই সুযোগ কমতে শুরু করলো। দিনগুলো কখনোই ভুলতে পারবো না। আজকের এই সুন্দর কালার ফেস্টিভ্যাল ও র-্যালি আয়োজন করার জন্য আমার বন্ধু ও আয়োজকদের অসংখ্য ধন্যবাদ।’
এছাড়াও ম্যানেজমেন্ট বিভাগের অন্য শিক্ষার্থী মোঃ মামুন অর রশিদ বলেন, ‘আমরা ২০১৯ সালে ক্যাম্পাসে ভর্তি হয় এবং গতকাল অফিশিয়ালি আমাদের বিবিএ অনার্স শেষ হয়েছে। এই দীর্ঘ সময়ে আমাদের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। ভালো এবং খারাপ অসংখ্য স্মৃতি নিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। বিদায় বেলায় আমরা স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করার জন্য আজকের এই কালার ফেস্টিভ্যাল ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You