উৎসব মুখর পরিবেশে ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটারগণ। খারাপ আবহাওয়ার মধ্যেও ভোটারদের উপস্থিতি প্রমান করে ভোটারদের মন জয় করেছেন প্রার্থীগণ।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ১৪০ কেন্দ্রের ১ হাজার ৬৫টি বুথে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন, দাগনভূঞায় ৭২টি কেন্দ্রে ৫শ ৮২টি বুথে ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯০৫ জন ও সোনাগাজীতে ৭২টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৩৯ হাজার ১২২ জন।
সদরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল (দোয়াত কলম), এডভোকেট মনজুর আলম (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার (টিউবওয়েল), গোলাম কিবরিয়া (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার (কলস), আঞ্জুমান আক্তার (প্রজাপতি), দাগনভূঞায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন (দোয়াত কলম), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিজন ভৌমিক (চিংড়ী মাছ), ভাইস চেয়ারম্যান পদে জায়লস্কর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার (টিউবওয়েল), ইউছুপ আলী (উড়োজাহাজ), সোনাগাজীতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন (দোয়াত কলম), নুর আলম মিষ্টার (ঘোড়া), মজিবুল হক (লাঙ্গল), মহিউদ্দিন (আনারস), ভাইস চেয়ারম্যান পদে সাখাওয়াতুল হক বিটু (টিউবওয়েল), আইয়বু আলী হায়দার (উড়োজাহাজ) প্রার্থী রয়েছেন।