
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় পাবনার তিনটি উপজেলায় ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেন। এরপর তারা বিভিন্ন গাড়িতে করে আনসার সদস্যদের নিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
সেইসঙ্গে কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করা নিরাপত্তায় থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার আকবর আল মুনসী।
তৃতীয় ধাপে পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে ইভিএমের মধ্যেমে।
রিটার্ণিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি টিম দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
উল্লেখ্য, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯ হাজার ৮৯১ জন। ভোট কেন্দ্র ২৯২টি।