শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে জাতীয় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ। প্রধান অতিথি বক্তব্যে সরকারের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ সহ অন্যান্য বিষয় তুলে ধরেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বাগেরহাট জেলার পিটিআই ইন্সট্রাক্টর সাধন কুমার দাশ, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এম এম কামরুজ্জামান প্রমুখ।
সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু , সহকারী শিক্ষা অফিসারবৃন্দ প্রমুখ।
২৬ থেকে ২৮ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।