লাশের টুকরো না পেলেও মামলা নিষ্পত্তি হতে অসুবিধা নেই

‘লাশ বা লাশের টুকরো না পেলেও মামলা নিষ্পত্তি হতে অসুবিধা নেই

কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ বা এর অংশ উদ্ধার না হলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

মঙ্গলবার (২৮ মে) সকালে কলকাতায় একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত করতে তার নেতৃত্বে চার সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল বর্তমানে কলকাতায় রয়েছে।সকালে নিউটাউনের হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের হারুন অর রশীদ বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) কর্মকর্তারা প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করছেন। অন্যদিকে, বাংলাদেশে আটক এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ঘাতক, নির্দেশনাকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য, পাশাপাশি শিলাস্তি রহমানের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আমরা কলকাতায় এসেছি। এসে সিআইডির কর্মকর্তাদের পাশাপাশি এখানে আটক আসামির সঙ্গেও কথা বলেছি।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন  

ডিবিপ্রধান বলেন, বাংলাদেশ থেকে পাওয়া তথ্য এখানকার আসামির সঙ্গে কথা বলে মিলিয়ে দেখা হয়েছে। এখানকার আসামিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে আমরা প্রাপ্ত তথ্যের হুবহু মিল পেয়েছি। হারুন অর রশীদ বলেন, আমার মনে হয়, ভারত এবং বাংলাদেশের অভিজ্ঞ কর্মকর্তারা ঘটনার পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর (প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড)- এই বিষয়গুলো আমলে আনবেন। এরপর আদালতে প্রেরণ করা হলে সেখানেও বিষয়টি আমলে নেবেন। সেক্ষেত্রে এই হত্যাকাণ্ডের বিচার করা কষ্টকর হবে বলে আমি মনে করি না।

ইতিমধ্যেই ওই ফ্ল্যাট থেকে রক্ত নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কিন্তু লাশ যদি উদ্ধার না হয় সে ক্ষেত্রে তার কন্যার ডিএনএ পরীক্ষা করা হবে কিনা এ ব্যাপারে ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্তের জন্য যে যে বিষয়গুলো আমলে নেওয়া উচিত, মামলার স্বার্থে সেগুলো নেবেন। যাবতীয় তথ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা এখনো হতাশ নই যে তার লাশ বা লাশের টুকরো উদ্ধার হবে না। তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কলকাতায় আটক জিহাদ হাওলাদারকে বাংলাদেশে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানান তিনি।

Recommended For You