আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই আসর উপলক্ষে বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে অনেকেই কৌতূহল ছিল। অবশেষে মাঝরাতে উন্মোচন করা হলো টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি।
রবিবার (২৭ মে ) রাত ১২টার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের বিশ্বকাপ দলে থাকা ১৫ সদস্যের একটি গ্রুপ ছবি প্রকাশ করা হয়। সেখানেই জানানো এটিই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টাইগারদের আনুষ্ঠানিক জার্সি।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
যদিও বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল জিম্বাবুয়ে সিরিজের শেষ দিনে। তবে কথা রাখতে পারেনি বিসিবি। ২০২৪ বিশ্বকাপে বাংলাদেশ লড়বে ‘ডি’ গ্রুপে। একই গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ অভিযান।