কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার মানুষ

কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার মানুষ

ঘূর্ণিঝড় রিমালে কক্সবাজারের নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

রবিবার (২৯ মে) রাতে আশ্রিতদের মাঝে খাবার বিতরণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আশ্রিতদের মাঝে কক্সবাজার জেলা প্রশাসন খাবার ও বিশুদ্ধ পানীয় বিতরণ করছে। এছাড়াও লাইটিংয়ের ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আশ্রয়ন কেন্দ্রগুলোতে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন  

কক্সবাজার পৌরপ্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, কক্সবাজারের নিম্নাঞ্চল সমিতি পাড়া, নাজিরারটেক, বাসিন্না পাড়া এবং মোস্তাক পাড়ার ১৫ শ’ মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল : দেশের বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যুকক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার মানুষ

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪শ ৮৬ মেট্রিক টন জি আর চাল, ২ লক্ষ ৭৫ হাজার নগদ টাকা,জেলা দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল ১৮ লক্ষ ২৩ হাজার টাকা, ২৯ বান্ডিল ঢেউটিন সাথে গৃহ নির্মান মনজুরি অর্থ ৬৯ হাজার টাকা মজুদ আছে বলে জানিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি কক্সবাজার জেলায়। ক্ষয়ক্ষতি নিরূপণ হলে ক্ষতিগ্রস্তদের এসব সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন: দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, ৮ বিভাগে অতি ভারী বৃষ্টি   

এছাড়াও কক্সবাজার পৌরসভার উদ্যোগে ৬ হাজার মানুষের জন্য খাবার রান্না করা হচ্ছে বলে জানা গেছে।  ইতিমধ্যে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং ৮ বিভাগে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শেয়ার করুন:

Recommended For You