পটুয়াখালী উপকূলের খেপুপাড়ার উপর দিয়ে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ । এতে কক্সবাজার উপকূল থেকে ঘূর্ণিঝড়ের বিপদ কেটে গেলেও থেকে গেছে জলোচ্ছ্বাসের আশঙ্কা।
জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়ে সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, খেপুপাড়ার উপর দিয়ে রিমেলের অগ্রভাগ অগ্রসর হচ্ছে । এখনো পর্যন্ত পুরোপুরি উপকূলে উঠে আসেনি। এতে কক্সবাজার উপকূল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা কেটে গেলেও ৭-৮ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, কক্সবাজার এখনো বিপদমুক্ত বলা যাবে না। কেননা রাতের জোয়ারে ৭-৮ ফুট পানি বেড়ে যেতে পারে। এতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হবে।
ওদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৩ নম্বর বুলেটিনে কক্সবাজার এখনো পর্যন্ত ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়াও কক্সবাজারের নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।