রাজশাহীতে জালনোট সনাক্তকরণ ও প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী আইএফআইসি (পিএল) ব্যাংক এর উদ্দ্যোগে জালনোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আইএফআইসি এর এইচ আরএম বিভাগের সহযোগিতায় কর্মশালটি অনুষ্ঠিত হয়।  

শনিবার (২৫ মে) সকাল ১০টার সময় জেলার বোয়ালিয়া থানা অধীনস্থ কুমারপাড়া সরকার টাওয়ার এর আমেনা ফান ভিলাতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আইএফআইসি জেলা শাখা ব্যাংক ম্যানেজার রবিউল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, যুগ্ম-পরিচালক মোতাহার হোসেন এবং সহকারী পরিচালক শামীম হোসেন জাল নোটের বিষয়ে বিভিন্ন সচেতন মূলক দিক নিদের্শনা দেন।

জালনোট সনাক্তকরণ প্রতিরোধ কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন বলেন, সকল ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী সবাইকে আসল নোট সনাক্ত করা বা চেনার কৌশল শিখতে হবে। বিশেষ করে দেশের মুসলামন ধর্ম অবলম্বীদের ঈদের সময় এক শ্রেনীর অসাধু গ্রুপ জাল নোটর ব্যবসা শুরু করে।  এই সময় জাল নোটের প্রচলনের প্রবণতা অনেক বেড়ে যায়। যার কারনে সকলকে খুব সচেতন হতে হবে। ওই সময় তিনি এই কর্মশালা আয়োজনের জন্য জেলা শাখা ব্যাংক ম্যানেজার রবিউল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে জেলার আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা ও উপ-শাখার বিভিন্ন পদস্থ অীফসার বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Recommended For You