কিশোরগঞ্জের ভৈরবে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে দুইটি রেস্টুরেন্ট, মূল্য তালিকা না থাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তার মধ্যে পণ্যবাহী গাড়ি রেখে যানযট সৃষ্টি ও উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৫ চালকসহ মোট ৯টি মামলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে পৌর শহরের ভৈরব বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি। এই সময় উপস্থিত ছিলেন পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম ও উপজেলা ভূমি অফিসের নাজির আবু ছালেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে ভেনিস বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও দারুচিনি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম রানা কে ১ হাজার ও মো. সুজন মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু সরণি বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত রাস্তা উপর পণ্যবাহী গাড়ি পার্কিং ও উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৫ চালককে ২ হাজার ৩০০ টাকা জরিমানার পাশাপাশি চালকদের সচেতনতা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজ্রিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি বলেন, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণসহ নানা অনিয়মে দুটি রেস্টুরেন্টে ও মূল্য তালিকা না থাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, ভৈরব বাজারের রাস্তাগুলো প্রসস্থ কম। যার কারণে বেশিভাগই যানযট লেগে থাকে। এর মধ্যে রাস্তায় আরো পণ্যবাহী গাড়ি রেখে যানযট সৃষ্টি করছে। ফলে বাজারে আসা মানুষদের ভোগান্তিতে পরতে হচ্ছে।
আবার অনেক চালক উল্টো পথে গাড়ি চালাচ্ছে। উল্টো পথে গাড়ি চালানোর কারণে রাস্তায় বিভিন্ন সময় বড় ধরনের যানযট বেধে যাচ্ছে। সে জন্য এই রাস্তাটিতে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া তিনি আধুনিক নগরায়ন গড়ার ক্ষেত্রে আইন ও নিয়ম কানুন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এই সময় অভিযানে সহযোগীতা করেন ভৈরব থানা পুলিশ।