আসন্ন ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শুসেন চন্দ্র শীল এর সাথে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ফেনী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ফেনী বিএমএ এর সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে দপ্তর সম্পাদক ডাঃ আবু যোবায়ের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র দাস, স্বাচিপেরসহ -সভাপতি ডাঃ কেপি সাহা, বিএমএ যুগ্ম সম্পাদক ডাঃ আবদুল কুদ্দুস সোহাগ,স্বাচিপের যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ডাঃ সাইফুর রহমান ভূঞা, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, ডাঃ মমিনুল হক সোহাগ।
বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবু শুসেন চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ কে এম শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আকতার প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দুই শতাদিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চিকিৎসকদের যে অগ্রাধিকার দিয়েছে অতীতের কোন সরকার সেই সুবিধা দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছে। তাই সকল ভোটারদের মনে রাখতে হবে। আপনাদের যা যখন দরকার হয়েছে সরকারের পক্ষ থেকে আমাদের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আগামীতেও আপনাদের জন্য আরো কাজ করতে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।
সমাবেশ বক্তারা আরো বলেন, বাংলাদেশে গত ১৫ বছর বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার কারণে সারা দেশের ন্যায় ফেনী জেলায় যে উন্নয়ন হয়েছে তা অতিতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের চেয়ারম্যান প্রার্থী চিকিৎসক বান্ধব শুসেন চন্দ্র শীল কে দোয়াত করম, ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারকে টিউবওয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তারকে কলস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আনতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।