ভৈরবে উপজেলা যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

আসন্ন ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে উপজেলা যুবদল সদস্য সচিব আলহাজ্ব আল মামুনকে। তিনি উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান। এর আগেও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
বুধবার (২২ মে) দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল থেকে আল মামুনকে বহিষ্কার করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরিত একটি চিঠি আল মামুনকে দেয়া হয়েছে বলে এর সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিল ২০২৪ তারিখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় চলমান জাল জালিয়াতির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির জ্যেষ্ঠ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নেতা হিসেবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে নিম্নোক্ত ব্যক্তিকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আল মামুন জানান, এর আগেও আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল।
তারপরও মানুষ আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান বানিয়েছিলেন। ভৈরবের মানুষ আমাকে খুব পছন্দ করে। সেজন্যই আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহন করেছি। আগেও গত নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে জয়ী হয়েছি। এবারও এলাকার মানুষের চাওয়া অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তবে দলের প্রতি আমি শ্রদ্ধাশীল দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি তা মেনে নিয়েছি। নির্বাচনে জয়ের জন্য লড়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত নেওয়া  হয়েছে বিএনপি সারা বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ আল মামুনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভৈরব উপজেলা বিএনপি এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি ও করবো না এমনকি কোন নেতাকর্মী ভোট দিতে কেন্দ্রে যাবে না।
জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস-মোরমান আল মামুন এর সাথে আরো চারজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করবে। তারা হলেন, সাবেক দুইবারের চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন:

Recommended For You