
চুয়াডাঙ্গা মোটরসাইকলে-ইজবিাইক ও পাখিভ্যানর ত্রিমুখী সংর্ঘষে শান্ত (২৪) নামরে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরসাইকলে চালক রায়হান আলী। বৃহস্পতবিার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে রায়হানরে মোটরসাইকেলেযোগে রায়হান ও শান্ত দুজন চুয়াডাঙ্গায় কাজে যাচ্ছিলেন। এসময় জাফরপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে পৌছালে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে শান্ত ও রায়হান আলী দুজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নেওয়ার সময় শান্ত মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানা ওসি সেকেন্দার আলী ঘটনার সত্যতা নশ্চিতি করে বলনে , ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলে আরোহী শান্ত মারাযান। আহত হয়েছেন মোটরসাইকেল চালক রায়হান।