মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
গত রবিবার (১৯ মে) স্থানীয় সময় বিকাল ৩টায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন’ স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি এর তামান পেলাঙ্গি শাখায় বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারনা সভায় হাইকমিশনার এ আহ্বান জানান।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
প্রচারণা সভার সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান ফারাজী। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল) প্রণব কুমার ভট্টাচার্য্য এবং কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সিবিএল মানি ট্রান্সফার এর তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার। সভায় প্রবাসীদের মধ্য থেকে বক্তব্য দেন, গাজী ইউনুছ আলী ও মো: ইসমাইল জবিউল্লাহ সুমন। এছাড়া সভায় হাইকমিশনার প্রবাসীদের নানা সমস্যার কথা শুনেন ও প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সিবিএল মানি ট্রান্সফার ও বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, ‘দীর্ঘ মেয়াদে এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।’