শ্যামনগরে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থের চেক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠানে নগদ অর্থের চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি আতাউল হক দোলন।

বুধবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা বিভাগের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্যামনগর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সমূহের প্রকল্প সভাপতির অনুকুলে নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৩৩টি প্রতিষ্ঠানে ৩৬ লক্ষ ৩৩ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে সভায় বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এই চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Recommended For You