চুয়াডাঙ্গার দামুড়হুদায় সারারাত নিখোঁজ সদ্য কারামুক্ত বিএনপি নেতা আজগার আলীর (৬০) লাশ সকালে পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আজগার আলী উপজেলার হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতির পাড়ার মৃত খোদা বকসের ছেলে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৭ টার দিকে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে একটি লাঠিও উদ্ধার করেছে পুলিশ। এদিন বিকালে (বাদ আসর) জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজগার আলীর দাফন সম্পন্ন করা হয়। এর আগে সোমবার (২০ মে) বিকেলে আজগার আলী বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত আজগার আলীর ভায়ের ছেলে আরিফুল ইসলাম জানান, সোমবার (২০ মে) বিকেলে চাচা আজগার আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারারাত সাম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার (২১ মে) সকাল ৬ টার দিকে মাঠে কাজ করতে যাওয়া গ্রামের কৃষকরা খবর দেয় গ্রামের বেলে মাঠের চাচার নিজ পাটক্ষেতে তার মরদেহ পড়ে আছে। বেলেমাঠে ফসল ও পাটক্ষেতে হনুমানে খুব অত্যাচার করছে। আমার চাচা মনেহয় মাঠে তার পাটক্ষেতে হনুমান ঠেকাতে (তাড়াতে) গিয়ে হার্ট এটাকে মারা গেছে।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আজগার আলী হার্ট স্ট্রোকে মারা গেছে। তিনি আরও জানান, পারিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত না করে পরিবাবারের কাছে হস্থান্তর করা হয়।