
কানাডার টরন্টোতে শেষ হলো বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০২৪।
শনিবার (১৮ মে) মাইলসের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ মঞ্চ মাতালেন, নাচালেন দর্শক-শ্রোতাদের। শাফিন তার জনপ্রিয় গান ফিরিয়ে দাও আমারি প্রেম, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, মিছে আর কেঁদোনা, ঈর্ষা গেয়ে মঞ্চ মাতাল করে তুলেন। এ সময় গানের জোয়ারে ভেসে যায় হল ভর্তি উপস্থিত দর্শক। তারাও নেচে গেয়ে তার সঙ্গে তাল মেলান।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
শিল্পী শাফিন আহমেদ বলেন, বিদেশের মাটিতে গান গাইলে ভিন্ন একটা অনুভূতি সৃষ্টি হয়। ভাবতে ভালো লাগে- বাংলা ভাষা, বাংলা গান এবং বাঙালিরা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই বর্ণাঢ্য উৎসব উদ্বোধন করেন টরন্টো বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ফারুক হোসন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ। এছাড়াও স্থানীয় ক’জন এমপি এবং এমপিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।