চুয়াডাঙ্গায় হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে হার্টফেল করে আজগার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার জয়রামপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজগার আলী জয়রামপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে জয়রামপুর গ্রামের মাঠে আজহার আলীর পাটক্ষেতে হনুমান পাটগাছ খেয়ে যাচ্ছিলো। খবর পেয়ে হনুমান তাড়ানোর উদ্দেশ্যে মাঠে যান আজগার আলী। পরে তিনি আর
বাড়ি ফিরে আসেননি। সকালে পাটক্ষেতেই তার মরদেহ খুঁজে পান স্থানীয়রা।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন     

পরিবারের ধারনা, হনুমান তাড়াতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সম্ভবত হার্টফেল করে তার মৃত্যু হয়েছে বলে তারা মনে করছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recommended For You