বরগুনায় নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে ভ্রাম্যমান আদালতে (২০) হাজার অর্থদন্ড দেওয়া হয়েছে। অর্থদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।
মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার সাবেক চেয়ারম্যান বাচ্চু খানের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে,নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে ছোট গৌরীচন্না এলাকার ঘোড়া প্রতিকের সমর্থক জনৈক টিটু’র বাড়িতে ঘোড়া মার্কার কয়েকজন সমর্থককে সাথে নিয়ে নৈশভোজ করেন ঘোড়া প্রতিকের প্রার্থী এনামুল হক শাহীন। এসময় গোপনে সংবাদ জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে এনামুল হক শাহীনকে ভ্রাম্যমান আদালতে (২০) হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রার্থী এনামুল হক শাহীন অর্থদন্ডের বিষয়টি স্বীকার করে বলেন, আমি নির্বাচনী এলাকার খোজ খবর নিয়ে এখানে খাবার খেতে এসেছিলাম। তার পরে এই ঘটনা।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সংশোধিত ২০১৬ (৭) (গ) ৩২ ধারায় বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ডব্লিউ জি /এমএলএইচ