
ঠাকুরগাঁওয়ে অনাবৃষ্টি আর তীব্র খরতাপে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের কৃষি ক্ষেত। মাটি উত্তপ্ত হয়ে পুড়ে গেছে একরের পর একর মরিচের ক্ষেত। এতে চাষীদের মাঝে দু:শ্চিন্তা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষিবিভাগ বলছে ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে। টানা অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে বিরুপ প্রভাব পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁও কৃষিক্ষেতে। সবচেয়ে বিপাকে পড়েছে মরিচ চাষীরা। প্রতিবছর রবি মৌসুমে মরিচের চাষ করে এর লভ্যাংশ দিয়ে স্থানীয় চাষীরা আমন ধান রোপনে কাজে লাগান।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
কিন্তু চলতি বছর বিরুপ আবহাওয়ার কারণে জেলার কয়েক হেক্টর জমিতে লাগানো মনিচ ক্ষেত ঝলসে গেছে। যে সামান্য টিকে আছে তাতেও নেই ভালো ফলন। স্থানীয় চাষীরা বলছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ করে তারা মরিচ চাষ করেছেন। তীব্র তাপদাহের কারণে মরিচ ক্ষেত পুড়ে যাওয়ায় ঋণের টাকা শোধ দেয়া দূরের কথা আগামী আমন মৌসুমে ধান রোপন ও সার কীভাবে কিনবে তাই নিয়ে শঙ্কায় পড়েছে।
মরিচ চাষীদের আর্থিক ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগ। চলতি মৌসুমে ঠাকুরগাঁও সদরে ৬০০`শ ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে।