আমতলীতে দুইজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ২জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এ কাদের মিয়া ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আকতার জোসনা প্রার্থিতা প্রত্যাহার করেন বলে উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৫ জনের প্রার্থিতা বৈধতা পায়। বৈধ প্রার্থীর ৫ জনই সরকার দলীয় আওয়ামী লীগ পন্থি, ছিল।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন   

আজ ১৯ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এ উপজেলায় সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন রয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগ পন্থি সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য, গোলাম সারোয়ার ফোরকান। বরগুনা যুবলীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য এলমান আহমেদ সুহাদ তালুকদার, আলতাফ হাওলাদার, মোশাররফ হোসেন মোল্লা
ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, বরগুনা জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান মঈন, যুবলীগ নেতা নাজমুল হাসান সোহাগ। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদিকা জেসিকা তারতিলা জুথি, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, আজ চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Recommended For You