
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ছোট বড় ও মাজারি আকৃতির ভোল মাছ। এর মধ্যে জেলের জালে ধরা পড়া ২১ কেজির একটি ভোল বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকা।
রোববার (১৯ মে) বেলা ১১ টায় পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি সোলায়মান নামে এক ব্যবসায়ী ক্রয় করেন। পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানা এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, গভীর সাগরে মাছ শিকার করে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
ইলিশসহ অন্যান্য মাছের সাথে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি। প্রতি মণ ৬ লাখ ৬০ হাজার টাকা হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।
সুস্বাদু এ মাছের রয়েছে ঔষধি গুণ। তাই এ মাছের দাম বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ কেনে বলে তারা জানান। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।