রাজশাহীতে তীব্র তাপদাহে আমের ফলন কম

রাজশাহীতে তীব্র তাপদাহে আমের ফলন কম

সারাদেশের ন্যায় তীব্র তাপদাহের মধ্যে রাজশাহীর সকল অঞ্চল। সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারনে এই জেলায় প্রত্যাশিত আম উৎপাদন হয়নি। জেলার চারঘাট ও বাঘা উপজেলা মাটি আম উৎপাদনের জন্য প্রসিদ্ধ।

প্রকার ভেদে এই দুই উপজেলায় আম উৎপাদন হয়। কিন্ত চারঘাট উপজেলায় সকল প্রকার গুটি আম, ল্যাংরা, গোপালভোগ, রানিপছন্দ, লক্ষণভোগ, লক্ষনা, খিরসাপাত, আম্রপালি,ফজলি, বারি-৪, গৌড়মতি, ইলামতি এবং কাটিমন ও বারি-১১ আম উৎপাদন করছে স্থানীয় আম চাষীরা। অপরদিকে বাঘা উপজেলায় অনেক জাতের আম উৎপাদন হলেও লক্ষনা আমের ফলন অনেক ভালো হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন     

উপজেলার বিভিন্ন আম চাষিদের সঙ্গে কথা বলে জানাগেছে, গতবারের তুলনায় চলতি মৌসুমে আমের ফলন ভালো হয়নি। প্রথম দিকে প্রত্যেকটি গাছে আমের ভালো মুকুল ছিল। যার কারনে সকলের ধারনা ছিল এবার আমের অত্যাধিক ফলন হবে। কিন্ত প্রকৃতির কারনে আমের মুকুল গুলো নষ্ট হয়ে গেছে। অত্যান্ত তীক্ষ্ণ আবহাওয়া মানুষের জীবন অতিষ্ট ওই সময় আমের ভালো ফলন আশা করাটা তাদের কাছে স্বপ্নের মতো। তবে আম চাষীদের ধারনা ৩০ থেকে ৪০ শতাংশ আম পাওয়ার সম্ভবনা রয়েছে। বাজারে খুচরা বিক্রয় মূল্য নিয়ে কথা বললে আম ব্যবসায়ীরা বলেন, আমের ফলনের তুলনায় চাহিদা অনেক যার কারনে বর্তমান বগান মালিকরাও পাইকারি দাম অনেক বেশি নিচ্ছে। যার কারনে তাদেরকেও বিভিন্ন খরচ হিসাব করে বেশি মূল্যে আম বিক্রয় করতে হচ্ছে।

এ বিষয়ে চারঘাট উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, এই উপজেলায় ৪,৯০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্র প্রতি হেক্টরে ১১.৩৯ টন। যার লক্ষ্যমাত্রা সম্ভাব্য ধরা হয়েছে ৫৫৮৫৭ টন। তিনি আশা করছেন আম সংগ্রহের সময়ের মধ্যে তাদের লক্ষমাত্রা পুরণ হবে।

অপরদিকে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, প্রকৃতির অবদান সব সময় আশার আলো বয়ে আনে। ওই সময় যদি আবহাওয়া অনুকুলে না থাকলে ফসলের উপরে একটি প্রভাব পরে। তবে সময়পযোগি সকল ধরনের পরামর্শ আম চাষীদের দেয়া হয়েছে। এই উপজেলায় ৮৫৭০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। মৌসুম উপযোগী হিসাবে প্রত্যেক হেক্টরে সম্ভাব্য ১১.২৫ টন আম উৎপাদন হবে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার ৬শত ১১ টন। ইতোমধ্যে সরকারী নীতিমালা অনুযায়ী আম বাজারে বিক্রয় শুরু হয়েছে। আগামী ২০ আগষ্ট পর্যন্ত বিভিন্ন প্রকার আম সংগ্রহ করা যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Recommended For You