নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জলঢাকায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে – খাবার খাবো পুষ্টি গুণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) এ উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন         

এসময় প্রধান অতিথি হিসেবে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটি-ইপিআই রাশেদুল ইসলাম, জানো ইএসডিও প্রকল্পের উপজেলা ম্যানেজার দুলাল চন্দ্র বর্মণ ও ইএসডিও, পিপিইপিপি ইইউ প্রকল্পের সহকারী কারিগরী কমকর্তা ( পুষ্টি) মাসুম রেজা প্রমুখ।

এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর জানান, ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। এরমধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, স্বাস্থ্যসেবা কেন্দ্রে পুষ্টিসেবা জোড়দার করণ, মা ও শিশুর খাদ্য পুষ্টি, প্রবীণ পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি, কুইজ প্রতিযোগিতা ও সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এছাড়াও ইএসডিও, পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার সরবরাহ করা হয়। বেসরকারি সংস্থা শার্প ও ইএসডিও এর সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কর্মসুচি পালন করে।

শেয়ার করুন:

Recommended For You