‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ (১৪ মে) বেলা এগারোটায় মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠান আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান। তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। স্মার্ট বাংলাদেশ কেমন হবে তা যদি আমরা সবাই বুঝতে পারি এবং নিজেরা এই উদ্যেগের সাথে সম্পৃক্ত হই তবে এটা আরো আগেই অর্জিত হবে। স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি হচ্ছে স্মার্ট নাগরিক। নাগরিক স্মার্ট হলে অর্থনীতি স্মার্ট হবে, সরকারও স্মার্ট হবে এবং সমাজ স্মার্ট হবে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন         

নাগরিকদের স্মার্ট হওয়ার জন্য প্রযুক্তি জ্ঞান অর্জনসহ সরকারি-বেসরকারি সেবা অনলাইনে গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভা শেষে একই স্থানে সর্বজনীন পেনশন বিষয়ক এক ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। অপরদিকে ঘর, বাইসাইকেলসহ শিক্ষাবৃত্তি পেল মোহনপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচী, ২০২৩-২৪ এর আওতায় মোহনপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ (১৪ মে) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা শিক্ষাবৃত্তিসহ এ উপকরণ হস্তান্তর করেন।

উপকরণসমূহের মধ্যে একটি পরিবারকে বসতঘর এবং দুইজনকে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের দশজন, মাধ্যমিক পর্যায়ের তিনজন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুইজন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পেয়েছে। উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম ব্যতিত সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেয়ার করুন:

Recommended For You