রাজশাহী জেলা গোয়ান্দ পুলিশ (ডিবি) পুলিশের অভিযানে চারঘাট উপজেলা থেকে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১জনকে গ্রেফতার হয়েছে।
সোমবার ( ১৩ মে) গভির রাতে উপজেলার তাতারপুর গ্রামে ১শত গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২শত পিছ ইয়াবাসহ কামাল হোসন (৩৮) কে গ্রেঢতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের ব্যাক্তি তাতারপুর (কারিগড়পাড়া) গ্রামের মো: মনোয়ার হোসেনের পুত্র। জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে জানা যায়, ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ গতকাল সোমবারেোত ১১টার সময় চারঘাট থানাধীন শশাতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, তাতারপু গ্রামের আক্কাসের মোড় হতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ ওই রাতে অভিযান পরিচালনা করে। পরে অভিযুক্ত কামালের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ ১টি মামলা রুজু করা হয়েছে।