সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৪ মে) সকাল ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা প্রশাসনের(পরিবার পরিকল্পনা) সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরিত্রাণের আয়োজনে অর্ধ-বার্ষিক পরামর্শ সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গাজী বশির আহম্মেদ।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এডিসিসি ডাঃ দিন মোহাম্মদ, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কে এম মঈনুল ইসলাম। সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়া ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন পরিত্রান কর্মকর্তা উজ্জল কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন কুমার দাস। বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ, ইউপি সদস্য আবিদ হাসান, এফ ডাবলুভি রেশমা পারভীন প্রমুখ।