ঢাবির অধিভুক্ত সাত কলেজের দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাবির অধিভুক্ত সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুরা নিজেদের রোল নম্বর সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এর আগে সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন      

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। চলতি বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়েন মাত্র ৩ জন ভর্তিচ্ছু। এবারও ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। যার জন্য নির্ধারিত সময় ছিল ১ ঘণ্টা। ভর্তি পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১০০ নম্বরের বণ্টন অনুযায়ী, বাংলা- ২৫,  ইংরেজি- ২৫, সাধারণ জ্ঞান- ৫০ নম্বর। অন্যদিকে ভর্তি পরীক্ষার পাস ৪০ নম্বর। যারা ৪০-এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কোনো প্রকার  নম্বর কাটা হবে না।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্যমতে, এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৭০৩ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩ জন ভর্তিচ্ছু। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ৪ হাজার ৮৯২টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ১৬ হাজার ৯৫০টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩ জন ভর্তিচ্ছু।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশন, আসনবিন্যাস ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

Recommended For You