
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে জেলায় এবারে কৃতকার্য হয়েছে ১৮ হাজার ৩শ শিক্ষার্থী। পাশের হার ৮৩.৬৪ শতাংশ। সর্বমোট জিপিএ -৫ পেয়েছে এক হাজার ৩শ ১জন শিক্ষার্থী।
রবিবার(১২ মে) সকাল ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এদিকে শতভাগ পাশের হার ও ১৪৩ জিপিএ ৫ নিয়ে ফলাফলে জেলার শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শীর্ষস্থান দখল করায় উচ্ছ্বসিত এ বিদ্যালয়ের ছাত্রীরা।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
অন্যদিকে প্রকাশিত ফলাফলে জেলার ২য় সর্বোচ্চ সাফল্য পেয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে জিপিএ ৫ পেয়েছে ১৩৩ জন ছাত্র এবং পাশের হার ৯৭.১১ শতাংশ। এই বিদ্যালয়ের ৭ অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে দুজন পরীক্ষার্থী আগের। ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন।