টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস রচনা করলো বসুন্ধরা কিংস।
আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২-১ গোলে মোহামেডানকে হারিয়েছে কিংসরা। ফলে তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে অস্কার ব্রুজোনের দল।জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেছেন মিডফিল্ডার মিনহাজুল আবেদিন বাল্লু। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সামনে খোলা থাকল লিগে দ্বিতীয় হওয়ার পথ।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
লিগ টেবিলের উপরে থাকা দুই দলের শুরুটা ছিলো তুমুল লড়াইয়ের। রক্ষণের নিজেদের ঢাল বানালো মোহামেডান। তবে বসুন্ধরা কিংস খেলেছে আক্রমণাত্মক ফুটবল। গোলও পেয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে মোহামেডান। তবে শেষ রক্ষা হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস।
২০১৮-১৯ মৌসুমে প্রথম লিগের মুকুট জয়ের পর থেকে এ নিয়ে টানা পাঁচ বার সেরা হলো কিংস। মাঝে ২০১৯-২০ মৌসুমের লিগ করোনাভাইরাস মহামারীর কারণে ছয় রাউন্ড খেলার পর পরিত্যক্ত হয়েছিল।