ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল রাখায় এক বেকারিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ফেনীর দিলদার ব্রেড নামে ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক অবস্থিত দিলদার ব্রেডে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অধিদপ্তেরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউছার মিয়া নেতৃত্ব দেন।
এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও কেকে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ কাউছার মিয়া জাগো নিউজকে জানান, আমরা গিয়ে দেখতে পাই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেই। খালি হাত ও পায়ে পণ্য প্যাকেটজাতকরণের কাজ করা হচ্ছে। এরকম বেশ কিছু অনিয়মের অভিযোগে তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।