নড়াইলে চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম

নড়াইল কালিয়া উপজেলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে বুধবার (৮ মে) সকাল ৫টা থেকে বৃষ্টি বাগড়া দেয়ার কারনে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেও ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল আটটার আগেই কেন্দ্রে আসেন।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন 

সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা ও কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সকাল ৮টা থেকে এখনও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে । তবে আইনশৃঙ্খলা রক্ষায় ১জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে ৪জন পুলিশ সদস্যসহ আনসার বাহিনীর সদস্য রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ র‌্যাবের টহল অব্যাহত আছে।

উল্লেখ্য এ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১,৯৭,২০৯জন ভোটার ৮২টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপজেলায় মোট ১৩জন প্রার্থী । এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন।

শেয়ার করুন:

Recommended For You