তীব্র তাপদাহের পরে হঠাৎ বৃষ্টি , জনমনে স্বস্তি

তীব্র তাপদাহের পরে হঠাৎ বৃষ্টি , জনমনে স্বস্তি

সারাদেশের নেয় টানা কয়েক সপ্তাহ ধরে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল হঠাৎ আজ সন্ধ্যায় বরগুনায় বৃষ্টি নেমেছে।

সোমবার (৬ মে) বিকেল ৫টার পর থেকে বরগুনার বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়াও। হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিকাল ৪টা থেকে আকাশে গুমোট ভাব । কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বরগুনার বিভিন্ন জায়গায়। আধঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পথচারী সিফাত রিমা বলেন, বাজারে এসেছি বাচ্চা নিয়ে তীব্র গরমে দোকানে বসে থাকাই ছিল দুঃসাধ্য। আজ হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছুটা শীতল অনুভূত হচ্ছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন  

ব্যবসায়ী রুবেল বলেন, লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সঙ্গে টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহের কারণে সবখানে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছিল। বিকেলে আচমকা ঝড়ো হাওয়ার সঙ্গে খানিকটা সময় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি। কৃষকরা জানান,এ বৃষ্টি আমাদের কাছে ইদের খুশির মতো। বৃষ্টির কারণে ডাল, তেল ও বোরো ফসলের সজীবতা ও উৎপাদন বৃদ্ধি পাবে বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পেলাম

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,২৫ সেলসিয়াস৷ হাওয়ার বেগ ১৫ থেকে ২৫কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভারি বৃষ্টি ও দমকা বাতাস অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন:

Recommended For You