স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার ফেনীতে ১০০০ ফিট পতাকা নিয়ে পদযাত্রা ও সমাবেশ করছে ছাত্রলীগ। ফেনী সরকারি কলেজ থেকে ছাত্রলীগের এ কর্মসূচি শুরু হয়। পদযাত্রাটি ফেনী সরকারি কলেজ থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোড বড় জামে মসজিদ হয়ে আবার ফেনী সরকারি কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। পদযাত্রা ও সমাবেশে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী ও ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে সাধারণ ছাত্ররাও এতে উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগও। এর অংশ হিসেবে আজকের পদযাত্রা ও ছাত্র সমাবেশ।