সাতক্ষীরায় এনএসআই’র অভিযানে ৪০ মণ অপরিপক্ক আমসহ আটক ১

সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র অভিযানে অসাধু ব্যবসায়ী মো. রবিউল ইসলামের আম বাগান থেকে অপরিপক্ক ৪০ মণ আম জব্দ করা হয়েছে। এসময় তাকে নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন   

রোববার(০৫ এপ্রিল)দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি এলাকায় থেকে এই অপরিপক্ক ৪০ মন আম জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই’রু গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন অপরিপক্ক আম জব্দ করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ী মো. রবিউল ইসলামকে আটক করে এবং নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অনাদায়ে আরও দুই মাসের জেল প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আটক অসাধু ব্যবসায়ী মো. রবিউল ইসলামের সাতক্ষীরা সদরের মিয়াসাহেবের ডাঙ্গী এলাকার আব্দুল বারীর ছেলে।অধিক মুনাফা লাভের আশায় অসাধু আম ব্যবসায়ীরা অপরিপক্ক আম বাজারজাত করছে।

শেয়ার করুন:

Recommended For You