তীব্র তাপদাহে পথচারীদের মাঝে ৩০এপ্রিল বিশুদ্ধ পানি বিতরণ করেছেন কারিতাস উদ্যম প্রকল্প। প্রায় ১০০০জন পথচারির মাঝে বিশুদধ পানি এবং স্যালাইন বিতরণ করা হয়।
বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশের এই প্রকল্পটি খাদ্য ও পুষ্টি নিয়ে ২০২১খ্রি: হতে সাভার, মোহাম্মদপুর এবং টঙ্গী এলাকায় বস্তিবাসী এবং দরিদ্র, ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিয়ে কাজ করছে। প্রকল্পটি স্থানীয় কমিউনিটির বিভিন্ন পেশাজীবির আর্থিক সহযোগিতায় সাভার বাস্ট্যান্ড তীব্র দাবদাহে একটু স্বস্তি পাওয়ার লক্ষ্যে পথচারিদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিরতরণ করেন।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও, আগষ্টিন মিন্টু হালদার, আব্দুর রাজ্জাক, মো: মনির হোসেন, কামরুল হাসান, মো: সাখাওয়াত হোসেন, রিচার্ড ডি সিলভা, মো: মনিরুল ইসলাম, নাহার আফরোজা, স্থানীয় ব্যক্তিবর্গ। স্থানীয় জনগণ ও প্রশাসন কারিতাসের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।