সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।এতে করেদেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে।ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ জনগণ।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে,অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়েগেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ওকর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দেন। মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে।বৃষ্টির সময় উপত্যকাএবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলেরসময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতেদেখা গেছে,মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা।বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতেযে ছাউনি আছে সেগুলো বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।

মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচেপড়েছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসেজানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়োহাওয়া বইয়ে যাবে।

 

শেয়ার করুন:

Recommended For You