গাইবান্ধায় বাক‌বি‌শিস এর স্মারকলিপি প্রদান

বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে  মঙ্গলবার ৩০ এপ্রিল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ( বাক‌বি‌শিস) গাইবান্ধা জেলা কমিটি স্মারকলিপি প্রদান করে।

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে ১৯৭২ সালের সংবিধানের আলোকে অসাম্প্রদায়িক চেতনা বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী জ্ঞান, কর্মমুখী শিক্ষা কারিকুলামে ২০১০ সালের শিক্ষানীতি আলোকে বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটে জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ, বিচ্ছিন্ন সরকারীকরণ নয় শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই । স্মারকলিপিতে আরো উল্লেখযোগ্য দাবিসমূহ হচ্ছে শতভাগ বাড়ি ভাড়া,উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা , বেসরকারি শিক্ষকদের নিয়োগ বদলী পদোন্নতি কার্যকর করতে হবে ।

উল্লেখিত দশদফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দেওয়ান মওদুদ আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।  এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি( বাক‌বি‌শিস) গাইবান্ধা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক অধ্যাপক কে এম নেয়ামুল আহসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল ইসলাম,উপস্থিত ছিলেন অধ্যাপক সাজেদুল ইসলাম, অধ্যাপক ধীরেশ চক্রবর্তী, প্রভাষক দেবাশীষ চক্রবর্তী দেবু প্রমুখ।

শেয়ার করুন:

Recommended For You