“স্মার্ট লিগ্যাল এইট, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে ফেনীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
রোববার দিবসটি উপলক্ষে ফেনী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন, আলোচনা সভা, বিনামূল্যে ব্লাডগ্রুপিং, আদালত চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এস.এম রুহুল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সেবা গ্রহীতা আবিদা সুলতানা, আইনজীবী সহ সংশ্লিষ্টরা।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেগম সুস্মিতা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপি হাফেজ আহাম্মদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, আইনজীবী কাজী বুলবুল আহমেদ সোহাগ প্রমুখ।ফেনী জেলা লিগ্যাল এইডে সর্বাধিক ২৩টি মামলা নিস্পত্তি করে সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হওয়ায় জামাল উদ্দিন বাবুকে অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, ফেনীতে ২০২৩ সালে লিগ্যাল এইড অফিসের এডিআর (প্রি-কেইস) কার্যক্রমের আওতায় ২৩৪টি মামলার নিষ্পত্তি হয়েছে। ১৪টি মামলা চলমান রয়েছে। অর্থ আদায় হয়েছে ৫৫ লাখ ৭৪ হাজার টাকা। আইনি পরামর্শ নিয়েছেন ৩১৯ জন। এর মধ্যে ২১১ জন নারী ও ১০৮ জন পুরুষ। পোস্ট-কেইস কার্যক্রমের আওতায় ৭টি মামলার নিষ্পত্তি হয়। ২০২২ সালে প্রি-কেইস এর আওতায় ১৯১টি ও পোস্ট-কেইসএর এর আওতায় ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে।