
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের জনজীবন। প্রচন্ড গরমেও জীবিকা নির্বাহে কাজ করতে হচ্ছে ঢাকার শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
রোববার (২৮ এপ্রিল ) রাজধানীর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধ প্রধান সড়কে তীব্র তাপ প্রবাহে প্রায় এক হাজার রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো: তুহিন হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ফারজানা সালাম, রুবাইয়াত সাইমুন চৌধুরী, সবুজ হোসেন, হাসান তালুকদার প্রমুখ।
পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে উপহার দিয়েছে, তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আয়োজকদের অন্যতম মো: তুহিন হোসেন বলেন, আমাদের বিভাগ থেকে এর আগেও এ ধরনের জাতীয় দুর্যোগে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এবারের তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ প্রয়াস। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারনের মাঝে হিট প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।