রাজশাহীর চারঘাট উপজেলায় বৈশাখী মেলায় জুয়াঁর টাকার ভাগ নিয়ে ছুরির আঘাতে ১জন মৃত্যু শয্যায়। ঘটনার তথ্য সংগ্রহের মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার চারঘাট পৌরসভার পদ্মা বড়াল নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ এলাকায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ অনুসরণ করুন
চারঘাটে এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর জুয়াঁড় আসর বসে নদী সংলগ্ন এলাকায়। উপজেলার আ’লীগ সমর্থিত দুই গ্রুপ মিলে ওই জুয়াঁড় নেতৃত্ব দিয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারেও গত ২৫ এপ্রিল বিকালে বৃহস্পতিবার বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। ওই সময় জুয়াঁড় টাকা নিয়ে শান্ত গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া হয়। ওই সময় কালু নামে এক ব্যাক্তি সামান্য আহত হয়।
মারামারি মেলার ঘটনার জেরে শনিবার বিকাল ৪টার সময় উপজেলার কাউসের কাঠের মেলের কাছে শান্ত গ্রুপের বিজয় নামের এক ব্যাক্তিকে মামুন, কালু ও শরিফ মিলে ধারাল ছুরিঁ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত কর। এক পর্যায়ে পেটের মধ্যে ছুরিঁ দিয়ে আঘাত করলে বিজয়ের পেটের নাড়ী-ভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যাক্তি কে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমান আহত বিজয় চিকিৎসাধীন আছে। আহত বিজয় (২৮) উপজেলার বাবুপাড়ার কাবিলের ছেলে।
এবিষয়ে স্থানীয়রা বলেন, অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডর এলাকা দখল করে প্রতি বছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এখানে উপজেলার দলিয় লোকজন অবৈধ জুয়াঁড় আসড় বসায় এবং ভাগ বাটোয়ারা নিয়ে হট্টোগল করে। এবারও জুয়াঁড় টাকার ভাগ নিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুই গ্রুপের সদস্যরা এলাকা উত্তেজনা করে রাখে। তবে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। অপরদিকে দলের নিজ নিজ সমর্থকরা তাদের রাজত্ব জানান দিতে বিভিন্ন কলাকৌশল প্রর্দশন করছে।
এবিষয়ে চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে থানায় কোন মামলা হয়নি। থানায় অভিযোগ হলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।